Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জেলা বিএনপি সভাপতি সৈয়দ ফয়সলকে ফুলেল শুভেচ্ছা জানালেন মাধবপুরের নবনির্বাচিত প্রতিনিধিগণ
বিস্তারিত

 মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। বিএনপি নেতৃবৃন্দের এ বিজয়ে গোটা উপজেলা জুড়ে বইছে আনন্দের জোয়ার। বিজয়ীরা হলেন উপজেলা চেয়ারম্যান এসএফএএম শাহজাহান, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আজিজ ও মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সুফিয়া আক্তার হেলেন। গতকাল বিজয়ীরা হবিগঞ্জ জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সলের সাথে সৌজন্য সাক্ষাত করে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সৈয়দ মোহাম্মদ ফয়সল তাদেরকে সততা ও নিষ্ঠার সাথে জনগণের অর্পিত দায়িত্ব পালন করার পরামর্শ দেন। তিনি বলেন- জাতি-ধর্ম নির্বিশেষে সকলে যাতে উপজেলা পরিষদের সেবা পায় সেদিকে নবনির্বাচিত প্রতিনিধিদের খেয়াল রাখতে হবে।
পরে নবনির্বাচিত প্রতিনিধিরা নোয়াপাড়া, শাহজাহানপুর, চৌমুহনী, বহরা, ধর্মঘরসহ বিভিন্ন গ্রামে জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

ছবি
ডাউনলোড