মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। বিএনপি নেতৃবৃন্দের এ বিজয়ে গোটা উপজেলা জুড়ে বইছে আনন্দের জোয়ার। বিজয়ীরা হলেন উপজেলা চেয়ারম্যান এসএফএএম শাহজাহান, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আজিজ ও মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সুফিয়া আক্তার হেলেন। গতকাল বিজয়ীরা হবিগঞ্জ জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সলের সাথে সৌজন্য সাক্ষাত করে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সৈয়দ মোহাম্মদ ফয়সল তাদেরকে সততা ও নিষ্ঠার সাথে জনগণের অর্পিত দায়িত্ব পালন করার পরামর্শ দেন। তিনি বলেন- জাতি-ধর্ম নির্বিশেষে সকলে যাতে উপজেলা পরিষদের সেবা পায় সেদিকে নবনির্বাচিত প্রতিনিধিদের খেয়াল রাখতে হবে।
পরে নবনির্বাচিত প্রতিনিধিরা নোয়াপাড়া, শাহজাহানপুর, চৌমুহনী, বহরা, ধর্মঘরসহ বিভিন্ন গ্রামে জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস