Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
৪০০ ডলার সমমূল্যের উপকরণ বিনামূল্যে পেয়ে উপার্জনশীল ডিজিটাল জীবন গড়তে প্রয়োজনীয় প্রশিক্ষণে আবেদন চলছে
বিস্তারিত
-জরুরী বিজ্ঞপ্তি
##############
(শুধুমাত্র হবিগঞ্জ জেলার ক্ষেত্রে প্রযোজ্য)
এতদ্বারা অত্র পৌর অথবা ইউনিয়ন পরিষদ এলাকায় বসবাসরত ৩৫ এর কম বয়সী সকল
এসএসসি পরিক্ষার্থী থেকে মাস্টার্স পর্যন্ত শিক্ষিত সকল ছেলেমেয়েদের অবগতির জন্য জানানো
যাচ্ছে যে, ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি আরো গতিশীল করার লক্ষ্যে,"ডিজিটাল রিসোর্স সার্ভে
অন কম্পিউটার বেইজড সার্ভিস পয়েন্টস ইন আরবান এরিয়াস অব বাংলাদেশ" শীর্ষক সামাজিক
গবেষণা জরিপে অংশগ্রহণ সাপেক্ষে –
সকল সফল অংশগ্রহণকারীকে জেলা প্রশাসক হবিগঞ্জের সৌজন্যে উপার্জনশীল ডিজিটাল
জীবন গড়ার জন্যে ৪০০ ডলার বা ৪০-৪২ হাজার টাকা সমমূল্যের প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ
বিনামূল্যে প্রদান করা হবে।
উক্ত সুযোগ সুবিধা সমূহ গ্রহণে ইচ্ছুক সকলকে হবিগঞ্জ জেলার সরকারি ওয়েবসাইট
www.habiganj.gov.bd এর নোটিশে "ডিজিটাল রিসোর্স সার্ভে প্রসঙ্গে" শিরোনামের
নোটিশটিতে উল্লেখিত পূরণীয় ফরমের লিংক (https://forms.gle/CPgMmKcH1w1u9FP47
) সংগ্রহ করে পরবর্তী নির্দেশনা অনুসরণ করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
অথবা নিজ নিজ পৌর বা ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও মেয়র/কাউন্সিলর/চেয়ারম্যান/মেম্বারদের সাথে যোগাযোগের অনুরোধ করা হলো।
-
মনে রাখবেন:-
1. এ বিষয়ে কারো সাথে কোন আর্থিক লেনদেন না করার জন্য হবিগঞ্জ জেলা প্রশাসক স্যার - লিখিত অনুরোধ করেছেন।
2. ফরম পূরণের সময়সীমা : ২৮ ফেব্রুয়ারী ২০২৩ ইং পর্যন্ত।
3. ফলাফল প্রকাশ : ২১ শে মার্চ ২০২৩ ইং।
4. প্রতিশ্রুত উপকরণ প্রদান : ২৭ শে মার্চের পরে শিডিউল মোতাবেক
(ফলাফল ও শিডিউল অংশগ্রহণকারীদের SMS/Email মারফত জানানো হবে)।
অনুরোধক্রমে-
ডিজিটাল রিসোর্স সার্ভে কর্তৃপক্ষ।
ইমেইল: mdabdurrahim4015@gmail.com
প্রয়োজনীয় যোগাযোগ নাম্বার: 01575483507
#আবেদন_ফর্ম ফিলআপ করতে ও বিস্তাৱিত জানতে যোগাযোগ করুন--
নোয়াপাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টাৱ
নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ ভবন (২য় তলা)
নোয়াপাড়া, মাধবপুৱ, হবিগঞ্জ
01954948338
ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
18/01/2023
আর্কাইভ তারিখ
31/05/2023